রম্য রুবাই ১


বলছি শোনো টুনটুনির বাপ কোথায় ছিলে এই কদিন
বুঝতে আমার নেইকো বাকি ছিলে না তো সঙ্গীহীন।
মোবাইলে চ্যাট করলে তোমার দেখি টাটায় চোখ
নিজেরবেলা আঁটিসাঁটি ধমক দেবে নেই সেদিন।


রম্য রুবাই ২


টুনটুনির মা মলে গেছে এত শীঘ্র ফিরবে না
এমন সুযোগ হাতছাড়া নয় আনন্দ আর ধরে না।
নন্দিনীকে ডাকল ঘরে জমজমাটি আসর বেশ
এমন সময় পড়ল টোকা ছিটকিনি আর খোলে না।