রং দিলে গন্ধ দিলে না
অজিত কুমার কর


এত রং কে দিল তোমায়
শুধু লাল সবুজ বিলীন
ওই রং টিয়া পেল গা'য়
তাই দেখে হই উদাসীন।


এ ভুবনে যারা বঞ্চিত
পরিবেশ তাঁর প্রতিকূল
কখনোই নয় কাঙ্ক্ষিত
প্রকৃতির এত বড় ভুল!


রং ছাড়া ধূসর জীবন
গোধূলিতে রাঙা প্রতিভাস
ক্ষণ তরে রেখে ওঠে মন
চাঁপা দেয় তখন সুবাস।


রং পেলে গন্ধ পেলে না
দুই মাস যত সমাদর
বসন্তে লাগে খুব চেনা
অনাদর বাকিটা বছর।


হতে চায় সবাই গোলাপ
মেটাতেই পার এই দাবি
রেখে যাবে গরিমার ছাপ
ও হাতেই রয়েছে তো চাবি।


© অজিত কুমার কর