রঙিন চোখ
অজিত কুমার কর


বাস্তবে রং লাগায় কবি
যখন কিছু দেখে,
মধুরিমা মিশিয়ে সে
কাব্য করে লেখে।


চাঁদের বুড়ি চরকা কাটে
দেখি তেমন ছবি,
তাকে নিয়ে কতরকম
ভাবতে থাকে কবি।


কারও চোখে চাঁদটা যেন
ঝলসানো এক রুটি,
শিশুর চোখে রঙিন বেলুন  
ধরবে পেলে ছুটি।


গোধূলির রং জলে মেশে
লাগে পাতায় মনে,
পাশাপাশি হাঁটে দুজন
এখন পলাশ-বনে।


তৃতীয়ার চাঁদ কুমড়োফালি
কেউ বলে তা কাস্তে,
প্রেমিকজুটি সতর্ক খুব
বলছে কথা আস্তে।


© অজিত কুমার কর