রোজ করি আহরণ
অজিত কুমার কর


পুঁটিমাছের ছুরছুরানি
ডোবার স্বল্প জলে,
বোয়াল থাকে দিঘির বুকে
ওপরে নয়, তলে।


অল্প বিদ্যা ভয়ঙ্করী
জাহির করতে দড়,
নীরব থাকে সেসব মানুষ
সত্যি যারা বড়।


পাদদেশেই আলোর অভাব
প্রদীপ ভালোই জানে,
শিখাটি তার হাওয়ায় দোলে
বার্তা কানে-কানে।


নুড়ি কুড়োই আমরা সবাই
জ্ঞান সাগরের চরে,
তবু যেন শূন্য ভাঁড়ার
ভরাই কেমন করে?


সীমিত জ্ঞান তাইতো আমি
রোজ আহরণ করি,
হাতের কাছে যা কিছু পাই
মন দিয়ে তা পড়ি।


© অজিত কুমার কর