রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১২৩


চারশো উননব্বই


রং লেগেছে কবির মনে আর লেগেছে তাঁর টিপে
ওদের রঙ্গ দেখার জন্য ছাদে গেলাম পা-টিপে।
নির্জনে বেশ চলছে কূজন কবির দৃষ্টি কোনদিকে
দূরের ছাদে এক রূপসি দুজন দুটি ব-দ্বীপে।


চারশো নব্বই


মাঘের শীতও লাগবে না গা'য় পেলে নিবিড় আলিঙ্গন
নীরব নিশীথ হিমেল হাওয়া ওষ্ঠকুসুম সম্মিলন।
শুষ্ক কন্ঠ ভিজিয়ে নিতে লাগবে তখন ঠান্ডা জল
আকাশে চাঁদ নাইবা রইল ভরে গেছে মন তখন।


চারশো একানব্বই


শরৎ এলেই শিউলি-সুবাস কাশফুল আর নীল আকাশ
দিঘির বুকে পদ্মকলি শিশিরসিক্ত মাঠের ঘাস।
কদম-কেয়ার জামানা শেষ উড়ু-উড়ু তখন মন
ছাতিমতলায় আসছ তুমি বাতাস দিল সেই আভাস।


চারশো বিরানব্বই


দূর্বাদলে গড়াগড়ি পড়ছে গায়ে শিউলিফুল
ফুল-চাদরে পড়ল ঢাকা সারা অঙ্গ প্রিয়ার চুল।
এ যেন এক নতুন জগৎ ভেসে আসে সুর মধুর
অনন্য এক অনুভূতি হারিয়ে গেছি কোথায় কূল।


© অজিত কুমার কর