রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১২৬


পাঁচশো এক


পারে যাওয়ার ডাক এসেছে নৌকা ছাড়া কেমনে যাই
একটুখানি সবুর কর বিদায় নিয়ে যাচ্ছি ভাই।
আমার তো দিন ফুরিয়ে গেছে পেয়ে গেছি যাওয়ার ডাক
খালি হাতেই যাচ্ছি আমি এবার তোমার কৃপা চাই।


পাঁচশো দুই


লোকে আমায় পাগল বলে সত্যি বলছি পাগল নয়
গায়ে ছেঁড়া পোশাক-আশাক দেখলে পাগল মনে হয়।
কখনও বা নীরব থাকি ক্ষণেক পরেই হই সরব
আমার দশা কেন এমন বলতেও পাই ভীষণ ভয়।


পাঁচশো তিন


রূপ-যৌবন ক্ষণস্থায়ী ফুরিয়ে গেলে বিবর্ণ
আহেলি প্রেম হয় না ফিকে উজ্জ্বলতায় সুবর্ণ।
ওই দুটো তো প্রকৃতির দান গর্ব করার কিছুই নেই
কর্ণকে লোক ভুলে গেলেও মনমুকুরে বিকর্ণ।


পাঁচশো চার


ফুলের বর্ণ ফুলের সুবাস কর্পুরের ন্যায় উবে যায়
রুপলাবণ্য রামধনু রং অল্প সময় রইবে গা’য়।
যে পাখিটা এখন খাঁচায় উড়াল দিলেই শূন্য ঘর
পারবে না কেউ রাখতে ধরে যতই শিকল বাঁধুক পা’য়।


© অজিত কুমার কর