রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১২৮


পাঁচশো নয়


আমার পর্ণকুটির দেখে চাঁদ করেনি অভিমান
শতদলের দলে চুমু উথলে ওঠে খুশির বান।
গোবি মরুভূমির তৃষা মিটে গেল তৎক্ষণাৎ
মেঘের আঁচল সরে গেছে এখন পূর্ণ জ্যোতিষ্মান।


পাঁচশো দশ


দিনের শুরু গান দিয়ে হয় সে গান শোনায় রোজ সাকি
তাইতো আমি সারাটাদিন খোশমেজাজে বেশ থাকি।
এ যে সাকির অসীম কৃপা সুজন-মাঝে রই ডুবে
বাকি জীবন ঠিক এমনই তোমাকে চাই শুকপাখি।


পাঁচশো এগারো


বলতে চাইলে যায় না বলা বুকের ভিতর জট পাকায়
এ কী বিড়ম্বনা আমার গলার কাছে আটকে যায়।
আজকে যখন ঠিক করেছি জমা কথা বলবো সব
আমাকে না বলতে দিয়ে ভক্তিমূলক গান শোনায়।


পাঁচশো বারো


তোমায় ভালোবাসি, তুমি বাসো কিনা জানি না
ভালো না বাসলেও আমায় তুমিই আমার মর্জিনা।
নদী চলে আপন মনে সাগর পাবে মোহনায়
শক্তি জোগায় সাগর নদী অগ্নিসাক্ষী মানি না।


© অজিত কুমার কর