রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩৩


পাঁচশো উনত্রিশ


পটলচেরা পদ্মলোচন তায় লাগালে মাস্কারা
লাগছে তোমায় অপ্সরা এক নাগর তো আত্মহারা।
কিন্তু ফাউয়ের লোভ কী ছাড়ে তাই ঢুঁ-মারে তালতলায়
ও গাছ থেকে ঝরে পড়ে টুপটুপ টুপ মউধারা।


পাঁচশো ত্রিশ


কামিনী তো সামনে হাঁটে নজর তখন কোনদিকে!
তাইতো ভয়ে জড়সড় জানে ভালোই নন্দীকে।
মন চুরিতে সুদক্ষ ও কোন গাছে কী ফুটল ফুল
কখন ফিরে ধমক দেবে দুরন্ত ভয় দন্ডীকে।


পাঁচশো একত্রিশ


ফুলে কখন মধু জমে খবর রাখে তা ভ্রমর
কাঁটার ভয়ে রয় না দূরে উড়ে বেড়ায় নিরন্তর।
ফুলও তাকে আহ্বান জানায় শুনেই জাগে শিহরন
চটজলদি কাছে আসে ফুলের সাথে বাঁধতে ঘর।


পাঁচশো বত্রিশ


বাঁধনটাকে আলগা করে পাখনা মেলে দেয় উড়াল
বনের মধু পান করে সে মাঝেমধ্যে হয় মাতাল।
যত জ্বালা খাঁচার পাখির অগ্নি বর্ষণ ফিরলে ঘর
রা কাড়ে না তখন নাগর সেয়ানা খুব ঘোড়েল মাল।


© অজিত কুমার কর