রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৬


চারশো একষট্টি


ফুল ফোটাতে বৃষ্টি লাগে ছড়ায় তখন সুগন্ধ
সুবাসভরা ঠান্ডা বাতাস প্রশ্বাসে পাই আনন্দ।
কদম-কেয়া-চাঁপা-বকুল আর রয়েছে কামিনী
বনবীথির নির্জনতায় তোমার প্রিয় আকন্দ।


চারশো বাষট্টি


মানবজীবন আমার কাছে সত্যি বড় রহস্যের
কেমন ছিলাম কীই বা হব ভেবেও হদিস পাই না এর।
ধরা থেকে কোনখানে যায় যখন পাখি দেয় উড়াল
মিলবে কোথায় এর উত্তর ঘুরপাক খায় প্রশ্ন ঢের।


চারশো তেষট্টি


কোনও বাঁধন যথেষ্ট নয় মনবিহঙ্গ পগার পার
আশ্রয়স্থল জীবের দেহ মানে না সে কোথাও হার।
মন আর জীবন একই অঙ্গে নিবিড়ভাবে জড়িত
মনকে রসদ জোগায় জীবন এ দায়িত্ব তাঁর একার।


চারশো চৌষট্টি


জন্ম-মৃত্যু দুটোই সত্য কে করে এর নিয়ন্ত্রণ
জাতক শুধু বহন করে এই দেহভার অনুক্ষণ।
মৃত তারা কৃষ্ণগহ্বর মৃত জীব হয় মৃত্তিকা
বস্তুর ভর অবিনশ্বর ক্ষণস্থায়ী এই জীবন।


© অজিত কুমার কর