.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১১১


                     চারশো একচল্লিশ


        অশ্বক্ষুরাকৃতি হ্রদের জন্মদাত্রী এই নদী
      সুবিস্তৃত ফসলের ক্ষেত দূর দিগন্ত অবধি।
পাল তুলে যায় নৌকা কত এখান থেকে দূরদেশে
সওয়ারী হই ওই নৌকায় একটা সুযোগ পাই যদি।


                    চারশো বিয়াল্লিশ


    মনটাকে আজ ফেলল বেঁধে অপূর্ব এক দৃশ্যপট
  স্বীকারোক্তি নয়কো একার আমরা নদীর সন্নিকট।
     চরে গিয়ে বসি দুজন উঠে আসতে চায়নি মন
আসবো আবার বলে এলাম চড়ুইভাতির দারুণ স্পট।


                   চারশো তেতাল্লিশ


যেমনভাবে ঝরছে বারি বুকেও তেমনি জোর প্লাবন
কদম-কেয়ার সুবাস ছড়ায় আমার প্রিয় মাস শ্রাবণ।
হঠাৎ জোরে বিজলি চমক কোথায় নিরাপদ আশ্রয়ে
   আমার বুকে যেই ঝাঁপালে জাগল প্রবল শিহরন।


                     চারশো চুয়াল্লিশ


বিজলি ধমক দিলেই মেলে তোমার নিবিড় আলিঙ্গন
   বৃষ্টিও বেশ হচ্ছে জোরে দারুণ খুশি মন-শ্রাবণ।
  জল থইথই পুকুর-ডোবা প্রেমযমুনায় প্রবল বান
   ভিজে ভিজে হাঁটছি দুজন ঝরছে ঝরুক বরিষণ।


                  © অজিত কুমার কর