.               রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১০০


                       তিনশো সাতানব্বই


আমারও সাধ অনেকদিনের হব দেশের রোলমডেল
ট্রেনিং নেব তোর কাছে তাই তুই-ই যোগ্য পার্সোনেল।
   আদবকায়দা রপ্ত করতে বলনা লাগবে কতদিন
    বাছাই পর্বে টিকে গেলে ঘটিয়ে দেব মিরাক্কেল।


                     তিনশো আটানব্বই


জেনেশুনেই গুঁজেছিলাম প্রাণহরিণীর খোঁপায় ফুল
যতই আসুক ছদ্মবেশে চিনতে আমার হয়নি ভুল।
গুঁজে দেওয়ার সাথেসাথেই চোখে মুখে খুশির ঢেউ
বৃষ্টিভেজা শ্রাবণ দিনে পাওয়ার জন্য হই ব্যাকুল।


                  তিনশো নিরানব্বই


সাত চড়ে যার রা ফোটে না এমন নাগর ক'জন পায়
ভালো করেই জানি আমি তিলোত্তমা আমায় চায়।
   বোঝাপড়া অনেকদিনের তখন সবে নাইনটিন
  কুড়ি থেকে ফুল হয়েছে হৃদয়হরণ বাস ছড়ায়।


                           চারশো


গাছের পাতায় পড়ন্ত রোদ মেঘের বরন ডালিম লাল
       এমন দৃশ্য ক্ষণস্থায়ী অপরূপ দিকচক্রবাল।
দেখতে দেখতে হারিয়ে গেলাম অবচেতন করল গ্রাস
    মহাশূন্যে ভাসছি তখন তারকাদের পাই নাগাল।


                     © অজিত কুমার কর