.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১০১


                      চারশো এক


এখনও তো চাইলে মিলে পথেই কাটুক শেষজীবন
  বাংলার পথ বাংলার মাঠ এটাই আমার বৃন্দাবন।
      কংসাবতী নদী আছে রূপনারায়ণ নয় দূরে
  সাগরপ্রাপ্তি অনায়াসেই একতারাতে গাই লালন।


                       চারশো দুই


    কল্পনাতে রং মিশিয়ে লেখা হচ্ছে রোজ রুবাই
রাধার সাথে সাঁতার কাটার তাছাড়া তো সুযোগ নাই।
    ঘোরের মধ্যে সময় কাটে উর্বশীদের যাতায়াত
ঘুমিয়ে গেলে লিখব কখন বাঁশের বাঁশি তাই বাজাই।


                       চারশো তিন


   জন্মানোর পর জীবন শুরু মৃত্যু হলে কর্ম শেষ
   বেঁচে থাকে কীর্তিকলাপ তবে কেন হাপিত্যেশ।
ওমর খৈয়াম বেঁচে আছেন তাঁর রুবাইয়ের মাধ্যমে
   তাকে নিয়ে দেশ-বিদেশে কাব্যচর্চা চলছে বেশ।


                       তিনশো চার


      শিশুর জন্য মাতৃস্তন্য সঞ্চারিত হয় বুকে
বেড়ে ওঠে শিশুও তাই পান করে যায় খুব সুখে।
বাঁচার জন্য যত রসদ আগেভাগেই পাঠিয়ে দাও
ঋণ-গ্রহীতা আমরা সবাই তোমার শোভন মুলুকে।


                   © অজিত কুমার কর