.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১০২


                     চারশো পাঁচ


ফুলের মধু পিয়ে অলি রাত্রিতে নয় যখন দিন
   শরাব পিয়ে মত্ত মানুষ দিবারাত্র বল্গাহীন।
স্বল্প আয়ু ফুরিয়ে যাবে করবে কবে ভুল কবুল
   জাহান্নামে যাবার রাস্তা এক্কেবারে সুমসৃণ।


                       চারশো ছয়


   শ্রেষ্ঠ হবার রসদ দিয়ে পাঠিয়েছেন এই ধরায়
ঠিকমতো তা লাগাও কাজে বিপদ আছে অন্যথায়।
এই পৃথিবীর আজ যা দশা এর পিছনে এই মানুষ
মৃত্যুঘন্টা বাজল বলে বাঁচার কোনও নেই উপায়।


                         চারশো সাত


করোনাকে মাস্ক পরালে মানুষের মাস্ক লাগত না
  অতিমারীর করাল গ্রাসে এত মানুষ মরত না।
  বিশাল গলদ উৎসস্থলে ইচ্ছাকৃত নয় কী তা?
       শুভবুদ্ধি পদানত পারব তবু ক'রব না।


                     চারশো আট


      গন্ধ ছড়ায় দিবারাত্র কদম-চাঁপা-কামিনী
   অভিসারে যাচ্ছে রাধা ফুরোস না রে যিমিনী।
বিধুমুখী ডুব দিয়ো না জ্যোৎস্না ঢেলে পথ দেখাও
       নৈসর্গিক দৃশ্য এ যে পদ্মফুলে কামিনী।


                 © অজিত কুমার কর