.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১০৩


                      চারশো নয়


আঁধার রাতে বারেবারে বেজে ওঠে পায়ের মল
হাতছানি দেয় কংসাবতী নাব্যতা নেই প্রচুর জল।
ঘাটে নৌকা বাঁধা থাকে ধরতে পারি আমিই হাল
দেখেই উচ্ছ্বসিত ধনি প্রেম-অভিসার হয় সফল।


                      চারশো দশ


শ্রাবণের মেঘ আমার প্রিয় নিবিড়ভাবে তোমায় পাই
    মন পড়ে না বৃষ্টি হলে তখন তোমার সঙ্গ চাই।
পাতায় পাতায় বৃষ্টি-নূপুর যেমন তোমার পায়ের মল
আহ্বান পেতেই বেরিয়ে পড়ি দেখতে পেয়েই হাত বাড়াই।


                    চারশো এগারো


     বৃষ্টি-নূপুর পায়ের-নূপুর কী সুমধুর ঐকতান
  বৃষ্টি-ভেজার এ আনন্দ মেঘরূপসির অশেষ দান।
পথেই তোমার মেসেজ পেলাম মিলনের আজ শুভক্ষণ
  বাদলধারায় গতি পেল প্রেম যমুনায় জোর তুফান।


                      চারশো বারো


      একনাগাড়ে এত বৃষ্টি কদম-কেয়ার নাভিশ্বাস
     ওদের মতোই করুণ দশা ধরাশায়ী অমলতাস।
সেঁতিয়ে গেছে আমার এ মন কোথায় তুমি দাও-না ওম
  জবাকুসুম তেলের গন্ধ পেলেই সতেজ এ বিশ্বাস।


                 © অজিত কুমার কর