.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১০৭


                       চারশো পঁচিশ


তোমার চোখকে ফাঁকি দেওয়া একেবারেই অসম্ভব
      ত্রুটি হলে শাস্তি কড়া অন্তরালে রও নীরব।
    শাস্তি দিয়ো জীবদ্দশায় পরিশেষে মাফ করো
    পদতলে স্থান যেন পাই হারালে এই অবয়ব।


                      চারশো ছাব্বিশ            


বৃক্ষরোপণ করেই আমরা রুখতে পারি উষ্ণায়ন
ধরিত্রী-মা ব্যাথায় কাতর দাবানলে ধ্বংস বন।
    সবাই যদি সচেষ্ট হই পেতে পারি পরিত্রাণ
   যুদ্ধকালীন তৎপরতায় চলুক এখন বনসৃজন।


                      চারশো সাতাশ


  অবয়বহীন বলেই আমার আকাঙ্ক্ষা খুব সীমিত
কেউ না পারুক পারবে তুমি দিতে আমায় অমৃত।
      চাইছি আমি জ্ঞানামৃত অমরত্ব চাইছি না
      সঙ্গসুধা দিয়ে আমায় ক'রো অনুপ্রাণিত।


                       চারশো আটাশ


সময়ে বীজ করলে বপন আশানুরূপ ফলবে ফল
   লাঙল দিয়ে চষবে জমি পেলে মাটি বৃষ্টিজল।
হাতে তোমার স্বল্প সময় ঘড়ির কাঁটা থামবে না
চিত্রগুপ্তের খাতায় তোমার রইবে  লেখা কর্মফল।


                  © অজিত কুমার কর