.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১০


                     চারশো সাঁইত্রিশ


   ঘড়ির কাঁটা টিক-টিক-টিক বর্তমানও হয় অতীত
    মুহূর্তকে লাগাও কাজে প্রত্যেকেরই তা উচিত।
স্মৃতির পাতায় জমা থাকে হারিয়ে গেছে যেসব দিন
  ভবিষ্যতের ভাবনা পরে সবার কাছেই অনিশ্চিত।


                    চারশো আটত্রিশ


   তোমার কৃপাধন্য আমি পূর্ণ আমার সকল সাধ
তোমার প্রতি ভালবাসায় আমারও তো নেইকো খাদ।
  আমায় দেখে কী মনে হয় খুব কি আমি অবাধ্য?
   যদি ত্রুটি ধরা পড়ে মাফ করো সেই অপরাধ।


                      চারশো উনচল্লিশ


   গাড়ি থেকে নামার পরেই শুরু তুমুল বরিষণ
চোখ-ইশারায় দাঁড়াইনি কেউ শিরাতে অনুরণন।
আরও জোরে নামল ধারা মেঘকন্যার নেই ধমক
সামনে-পিছে রাস্তা ফাঁকা স্নাত হচ্ছে যুগল মন।


                    চারশো চল্লিশ


  কত সুন্দর আঁকতে পারে অপূর্ব এক নিদর্শন
তুলি সচল সাঁঝ-সকালে বিমোহিত সবার মন।
    চিত্রশিল্পী প্রকৃতি-মা অনবদ্য তুলির টান
   মেঘললনা আঁচল বাড়ায় মন্ত্রবলে সম্মোহন।


                 © অজিত কুমার কর