.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১২


                    চারশো পঁয়তাল্লিশ


      ক্ষণে ক্ষণে ভিন্ন ছবি বিস্ময়ে হই হতবাক
এক লহমায় রং ছড়িয়ে মানবকুলকে লাগাও তাক।
   গোধূলি শেষ হয়ে গেলেও মানসপটে অটুট রেশ
এর আড়ালে তোমারই হাত জানাব না গোপন থাক।


                       চারশো ছত্রিশ


   কুজ্ঝটিকা দিবারাত্র কাটছে না তো শীতের রেশ
     বসন্ত পা দিলেই জানি হবে ওরা নিরুদ্দেশ।
ফুল ফোটাতে তোমাকে চাই মুখ ফিরিয়ে থেকো না
  ফুলে ফুলে ভরিয়ে দেব পথ চেয়ে রই নির্নিমেষ।


                    চারশো সাঁইত্রিশ


যেমন করে ছাই করে দেয় আমাজনকে দাবানল
বুকের আগুন নিভছে না তো শ্রাবণ যতই ঢালুক জল।
নিভিয়ে দিতে পারে কেবল শিরীন ঠোঁটের একটা চুম
অনন্ত প্রতীক্ষা আমার কখন বাজে পায়ের মল।


                   চারশো আটচল্লিশ


ভীষণ, ভীষণ ছোঁয়াচে রোগ হচ্ছে আরও ভয়ঙ্কর
    আসছে ধেয়ে মুহুর্মুহু বিষমাখানো তীক্ষ্ণ শর।
  বিধিনিষেধ ভঙ্গ করলে মারবে ছোবল করোনা
টিকে থাকার জন্য এখন নিরাপদ স্থান কেবল ঘর।


               © অজিত কুমার কর