.             রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৩


                      চারশো উনপঞ্চাশ


আমার প্রতি কেন তোমার এমন বিরূপ আচরণ
আমার কথা শুনে সেদিন পাষাণেরও গলল মন।
কেন এমন করছো তুমি বোধগম্য হচ্ছে না
সারাজীবন রইবে খালি তোমার জন্য সিংহাসন।


                      চারশো পঞ্চাশ


অন্ধকারে মুখোশবিহীন রূপ-যৌবন লুট কর
দিনের আলোয় যায় না চেনা ভদ্রলোকের বেশ পর।
কাকে ফাঁকি দিচ্ছ তুমি লিপিবদ্ধ তোমার ছল
শাস্তি তোমায় পেতেই হবে যতই তুমি পা ধর।


                        চারশো একান্ন


সবার প্রতি ঔদাসীন্য দ্রাক্ষারসে রও মেতে
এর পরিণাম খুবই খারাপ জাহান্নামে হয় যেতে।
এখনও ঢের সময় আছে ত্রুটিগুলো শুধরে নাও
উপরওয়ালা বসে আছেন অষ্টপ্রহর চোখ পেতে।


                    চারশো বাহান্ন


ঘি দিলে কি নেভে আগুন বরং দীপ্তি বৃদ্ধি পায়
সামনে এলেও দাও না ধরা বুকের আগুন লকলকায়।
তুমি কি চাও পুড়ে পুড়ে তিলে তিলে ভস্ম হই
নিজে যদি না দাও ধরা পাবার কোনো নেই উপায়।


                  © অজিত কুমার কর