.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১১৪


                চারশো তিপ্পান্ন


আঠারো নয় বারো মাসেই আমার কাছে এক বছর
প্রতিদিনের বরাদ্দ যা করে ফেলি তা সত্ত্বর।
আগামীকাল নতুন আবার শুরু কর্মব্যস্ততা
কখন বাঁশি উঠবে বেজে সইবে না সে তখন তর।


                   তিনশো চুয়ান্ন


আগুন হলো সর্বগ্রাসী করে না সে বাছবিচার
ক্রমাগত জলের ধারায় স্তিমিত হয় চমৎকার।
এক সমুদ্র জল দিলেও হৃদয়-অনল নিভবে না
একপলকে নিভে যাবে পেলে কেবল সঙ্গ তাঁর।


                    তিনশো পঞ্চান্ন


'আগুন আগুন', কোথায় আগুন? কেন এমন চকমকি
পাগল নাকি? বারে বারে আবোলতাবোল বকছো কী?
'অদৃশ্য এই অগ্নিশিখা দগ্ধ করছে অবিরাম
বোঝার মতো হৃদয় যে চাই তোমাকে আর বলব কী'।
        
                      তিনশো ছাপ্পান্ন


ভিজতে চাস তো বাইরে যা-না বৃষ্টি পড়বে সারা গা'য়
আমরা যখন ভিজি তখন কীসের জন্য চোখ টাটায়?
বৃষ্টি ভেজার ঝুঁকি আছে সেটা বোধ হয় জানিস না
ঘরে থেকেও ভিজতে পারিস তবে সেটা কল্পনায়।


                    © অজিত কুমার কর