রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৫


চারশো সাতান্ন


ওম-এর প্রভাব অপরিসীম এক পলকে বরফ জল
আমায় ছেড়ে যেয়ো না আর গেলেই হবে উল্টো ফল।
বিধুমুখী হাসছে দেখ আজকে রাখিপূর্ণিমা
দিঘির বুকে সাঁতার কেটে পূর্ণশশীর গা শীতল।


চারশো আটান্ন


বিলম্ব আর ক'রব না কেউ লিখে যাব রোজ রুবাই
তবেই ভাঁড়ার পূর্ণ হবে এসো সবাই ফুল ফোটাই।
পথের দিশা দিয়ে গেছেন কাজি নজরুল সেই কবে
ও' পথ ধরেই এগিয়ে যাব বল জোগাবে কৃষ্ণ-রাই।


চারশো উনষাট


ফুল ফোটাতে বৃষ্টি লাগে ছড়ায় তখন সুগন্ধ
সুবাসভরা ঠান্ডা বাতাস প্রশ্বাসে পাই আনন্দ।
কদম-কেয়া-চাঁপা-বকুল আর রয়েছে কামিনী
বনবীথির নির্জনতায় তোমার প্রিয় আকন্দ।


চারশো ষাট


মানবজীবন আমার কাছে সত্যি বড় রহস্যের
কেমন ছিলাম কীই বা হব ভেবেও হদিস পাই না এর।
ধরা থেকে কোনখানে যায় যখন পাখি দেয় উড়াল
মিলবে কোথায় এর উত্তর ঘুরপাক খায় প্রশ্ন ঢের।


© অজিত কুমার কর