রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৮


চারশো ঊনসত্তর


তোমার উপস্থিতি আমায় সতেজ রাখে অনুক্ষণ
ডালে ডালে পুষ্পরাজি চলে অলির গুঞ্জরন।
তোমায় দেখে আসে ওরা প্রাপ্তি আমার অপার সুখ
রাধা ছাড়া শূন্য হৃদয় শূন্য তখন বৃন্দাবন।


চারশো সত্তর


লুটলে মজা বললে মুখে, 'বাঁচবো না তোমায় বিনে'
বাসি ফুলের মতোই আমায় ফেললে ছুঁড়ে ডাস্টবিনে।
মিথ্যা তোমার ভালোবাসা মনুষ্যত্বহীন মানুষ
আবার কোথায় ফাঁদ পেতেছ মাকড়সা-জাল মসলিনে।


চারশো একাত্তর


জোগান দেওয়ার মালিক যিনি সবায় রসদ জোগাচ্ছেন
প্রয়োজনের অতিরিক্ত কেউ গোপনে গোছাচ্ছেন।
কার চোখকে ফাঁকি দেবে তিনি সর্বশক্তিমান
ওপর থেকে সব কিছুরই হিসাব তিনি  মেলাচ্ছেন।


চারশো বাহাত্তর


নিষ্প্রয়োজন ভোগের শিক্ষা ত্যাগের শিক্ষাই প্রয়োজন
এ শিক্ষা খুব কষ্টদায়ক গ্রহণ করতে চায় না মন।
মুষ্টিমেয় মাত্র ক'জন করতে পারে ত্যাগস্বীকার
তাঁরা অমর, মহামানব প্রাতঃকালে রোজ স্মরণ।


© অজিত কুমার কর