রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৯


চারশো তিয়াত্তর


ফুলের প্রতি মৌমাছিদের অমোঘ এক আকর্ষণ
চোখের কী দোষ পলক ফেলতে নিষেধ করে দুষ্টু মন।
কলশিতে জল ছলাৎ ছলাৎ কাঁপন ধরায় পায়ের মল
রাধিকা জল আনতে গেলে তবেই মেলে দরশন।


চারশো চুয়াত্তর


পৃথিবীটাই অতি তুচ্ছ সাগরও তাই নগণ্য
ব্রহ্মাণ্ড যার দখলে তারেই পেয়ে সুধন্য।
সবার জন্য রসদ মজুত কোনওকিছুর নেই অভাব
যতই দিচ্ছে বাড়ছে বরং তিনি ব্রহ্ম অনন্য।


তিনশো পঁচাত্তর


জ্বরে কাবু ধরিত্রী-মা দুর্দশা তাই আমাদের
মায়ের ব্যথা বুঝছি না কেউ দেখার দায় তো সন্তানের।
বিশ্বজুড়ে জ্বলছে আগুন বনজঙ্গল পুড়ে ছাই
সবুজ সৃজন করলে মায়ের ফুটবে হাসি মুখে ফের।


চারশো ছিয়াত্তর


জড়িয়ে থাকে ফুলের হাসি রঞ্জিত ওই অধরে
প্রজাপতি ভ্রমর এল মধুর লোভে ভুল করে।
টাটকা জুঁইয়ের গন্ধ পেলাম তোমার অঙ্গরাগ থেকে
উৎস তুমি, দাও না ধরা স্পর্শ বিনা মন ভরে?


© অজিত কুমার কর