রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১২০


চারশো সাতাত্তর


আনন্দ আর দুঃখে মেশা আগস্ট মাসের ক্যালেন্ডার
দেশের স্বরাজ, কবির প্রয়াণ নৃশংসতায় হাহাকার।
হিংসা-আগুন সারা বাংলায় বিভীষিকা ভয়ঙ্কর
রক্তধারায় বিদ্বেষ-বিষ অসংযমী বারংবার।


চারশো আটাত্তর


পেটের জ্বালা মেটাতে ছাই সংগৃহীত জ্বালানি
জ্বালানির যে জ্বলেই তৃপ্তি ক্ষিধে মেটায় কুড়ানি।
কারও তৃপ্তি বিলিয়ে দিয়ে গ্রহীতারও প্রাপ্তিসুখ
প্রকৃতিতে এটাই নিয়ম চিরসত্য এই বাণী।


চারশো উনাশি


জীবন-মৃত্যু মুখোমুখি জীবন ছোঁড়ে প্রশ্নবাণ
আমার মৃত্যু কত দূরে? প্রশ্ন শুনে চমকে যান।
সম্মুখে তো মৃত্যু তোমার ভীত হবার কারণ নেই
জীবন এখন জড়বস্তু ছিন্ন করে মায়ার টান।


চারশো আশি


স্বাধীনতার মুখে লাগাম খুলতে গেলেই ঘোর বিপদ
বিরুদ্ধমত করলে পোষণ জীবন-নদীর গতি রদ।
সাথেসাথেই সেঁটে যাবে দেশদ্রোহী তকমাটা
স্বেচ্ছাচারী প্রশাসক চায় সবাই হবে বশংবদ।


© অজিত কুমার কর