.                        একাশি


বেড়ি নিয়েই জন্মগ্রহণ আমরা তো কেউ স্বাধীন নই
মগডালে কি উঠতে পারি লাগে তখন একটা মই।
উল্টোপথে হাঁটতে গেলেই ঘটতে পারে ঘোর বিপদ
  তাইতো এত বাধানিষেধ, ইচ্ছাগুলো দমিয়ে রই।


                       বিরাশি


   জানি তুমি ফিরাবে না বাড়িয়ে দেবে দরাজ হাত
তোমার কৃপা ছাড়া আমার কাটে না দিন কিংবা রাত।
   কাঁধের ঝুলি পূর্ণ হলে ওতেই তোমার পরশ পাই
     চরৈবেতি, চরৈবেতি প্রাণের আরাম তৎক্ষণাৎ।


                          তিরাশি


কীসের জন্য কে পাঠালো পেয়েছি এই মানবরূপ
  কার্যকারণ, কী অভিপ্রায় এ যে বিশাল অন্ধকূপ!
   আমি যন্ত্র তিনি যন্ত্রী হাতের ছোঁয়ায় হই সচল
আমি স্বাধীন না পরাধীন দেখছি সবুজ মাটির স্তূপ।


                        চুরাশি


   শ্রেষ্ঠ হবার মালমশলা দিয়ে তৈরি এই দেহ
    যথাযথ প্রয়োগ নিয়ে আছে প্রবল সন্দেহ।
জীবনজুড়ে তাঁর প্রতীক্ষা হতেই হবে সফলকাম
  ভূ-ভারতে শ্রেষ্ঠ মানব তাঁর বিচারে নয় কেহ।