.                          পঁচাশি


সময় হলেই উঠবে বেজে বিদায়বেলার করুণ গীত
'আরব্ধ কাজ শীঘ্র কর', সব মানুষের তাই উচিত।
    জমার ঘরে রইলে কিছু তবেই হবে স্বর্গলাভ।
  এটার জন্য একটাই পথ নিষ্ঠাভরে জীবের হিত।


                        ছিয়াশি


  পাহাড়প্রমাণ ঋণের বোঝা পরিশোধের আশাই ক্ষীণ
  ক্রমে ক্রমে বাড়ছে আরও একটু একটু দিনকে দিন।
হাত-পাতি রোজ তোমার কাছে দুবেলা তাই জুটছে ভাত
    বিদায়বেলায় মুকুব করো সুদেমূলে আমার ঋণ।


                          সাতাশি


    ইচ্ছাগুলো হয় না পূরণ জমে জমে বিরাট স্তূপ
  কী হবে আর জমিয়ে রেখে উত্তর দাও কেন চুপ?
  তুমি দীনের পরিত্রাতা পূরণ করার দায় তোমার
তুমিই পারো প্রাণ ফিরাতে দেখাও এবার বিশ্বরূপ।


                         অষ্টাশি


     দিনে সূর্য রাতে চন্দ্র তারকারা দেয় আলো
আঁধার গেলেও ঘোচে না তো অন্ধজনের ওই কালো।
     তুমিই পার তা ঘোচাতে দয়ালু ও শক্তিধর
তাদের দৃষ্টি ফিরিয়ে দিতে হৃদকমলে দীপ জ্বালো।