.                    উননব্বই


প্রভাত হবার অনেক আগেই নীড় ছেড়ে যায় বিহঙ্গ
আমার দশ হাত করুণ অতি পুরো অসাড় ত্রিভঙ্গ।
  হাত বাড়ালে উঠতে পারি ডাকছি তবু আসছ না
  প্রার্থনা এই রেখো না গো আমায় এমন নিঃসঙ্গ।


                        নব্বই


  তুমি এলেই বুঝতে পারি জানায় আমায় শেফালী
নিদ্রালু চোখ ঠান্ডা বাতাস আকাশে চাঁদ এক ফালি।
   ঝিল্লিরা স্বাগত জানায় আহ্বান জানাই তোমাকে
রাতদুপুরে হাতড়ে হাতড়ে তখন মাটির দীপ জ্বালি।


                        একানব্বই


   জ্যোৎস্নাতে আজ যাচ্ছে ভেসে সারা বিশ্বচরাচর
       দুচোখ আমার ঢুলুঢুলু রাত্রি এখন দ্বিপ্রহর।
     আর একটু দাওনা শরাব বইছে মধুর সমীরণ  
জানলা দিয়ে চাঁদের আলোয় ভরে গেছে আমার ঘর।


                       বিরানব্বই


  তোমার প্রেমে হাবুডুবু কখন এসে ধরবে হাত
তুলির টানে আঁকছি ছবি অনিদ্রাতে কাটছে রাত।
    আঁকা ছবি রাখছি তুলে মণিকোঠায় সযত্নে
এলেই আমি দেখিয়ে দেবো ছবিগুলো তৎক্ষণাৎ।