.                      তিরানব্বই


     শর্বরী যে এত সুন্দর পেলাম তারই পরিচয়
    তুমি আমার সঙ্গে আছ লাগছে আরও বর্ণময়।
মহুয়াতে বিবশ এ মন বাজছে কোথায় ঢোল-মাদল
শাখায় শাখায় জলসা তারার পুব আকাশে চন্দ্রোদয়।


                       চূরানব্বই


আমার করুণ দশা দেখে বিচলিত তোমার মন
মনকাননে স্থান দিয়েছো রইবে মনে আজীবন।
সান্ত্বনাও দিলে তুমি বললে আমায় কীসের ভয়
  পাঠিয়ে দিলে সাগর থেকে মৃদুমন্দ সমীরণ।


                       পঁচানব্বই


ভোর না হতেই ডাক দিয়েছ কাটেনি যে নেশার ঘোর
ডাকছ যখন যেতেই হবে হোক বা না হোক এখন ভোর।
   জোনাকিরা পথ দেখাল বলে দিল সোজাই যাও
কোথায় পেল এই ঠিকানা ভেসে আসে ঝিঁঝির শোর।


                     ছিয়ানব্বই


  কী কাজে যাই কখন ফিরি সবই নখদর্পণে
তবুও কেন এ সন্দেহ স্থান পেয়েছে ওই মনে?
কাজের জন্য বেরোতে হয় রাতে কিংবা দুপুরে
দহনজ্বালা কমিয়ে দেবে বৃষ্টি আষাঢ়-শ্রাবণে।