.                      সাতানব্বই


চাওয়ার আগেই দাও বাড়িয়ে যখন আমার যা দরকার
       মনোবাঞ্ছা অপূর্ণ নয় বলেছি তা বারংবার।
তোমার পরশ সর্বদা পাই এর বেশি আর কী বা চাই
একতারাটি বেজেই চলে ক'জন বোঝে স্বরূপ তাঁর।


                    আটানব্বই


মৃত্যুকে ভয় পাই না আমি যখন ইচ্ছা আসুক-না
মরার আগে মরব কেন মনমরা তুই থাকিস না।
   যার যতটা পরমায়ু আগে যাবার উপায় নেই
   খেয়াতরি ঠিক পাঠাবে অযথা তুই ভাবিস না।


                       নিরানব্বই


গেলাসে কী!  জল দিয়েছ, জল না দিয়ে দাও শরাব
   কেন এত ভাবছো সাকি শরাবের কী খুব অভাব!
তাড়াতাড়ি ভর্তি করো পাখির মতো উড়তে চাই
    না খেলে কি গজায় ডানা তুমিই বলো পদ্মনাভ।


                       একশো


  যখন তুমি দাও ধরিয়ে দ্রাক্ষারসের পেয়ালা
দুই নয়নে অপার খুশি উধাও তখন বুকজ্বালা।
ফুরিয়ে গেলে দিচ্ছ ভরে দেখে আমি হই অবাক
   কত কষ্ট সয়ে আছ ঘরটা আমার একচালা।