.                      একশো পাঁচ


   চন্দ্রকলার বৃদ্ধি হ্রাসে সাগরবুকে ঢেউ জাগে
    পূর্ণশশী শূন্য হতে প্রায় পনের দিন লাগে।
আঁধার দিয়ে মোড়া রাতি ঝলমলিয়ে যেই ওঠে
তখন তোমায় পাশে পেয়ে সব হতাশা দূর ভাগে।


                     একশো ছয়


  মন মানে না আকণ্ঠ খাই ঘরের ভিতরে বেসামাল
নেশা একটু ফিকে হলেই সাকি তখন জোগায় মাল।
বাইরে যাবার নেই প্রয়োজন সাকি রইলে ভাবনা কী
  এই দুর্নাম কে ঘোচাবে আমি একটা পাঁড়মাতাল।


                    একশো সাত


আজকে আমার খুব আনন্দ গোপন রাখা যায় নাকি!
নিজ হাতেই ধরিয়ে দিল ভর্তি বোতল আজ সাকি।
    আমার প্রতি এত সদয় জানাই ওকে ধন্যবাদ
   তাইতো আমি দিবারাত্র বেহুশ হয়ে বেশ থাকি।


                     একশো আট


   রুক্ষ মেজাজ, শুষ্ক কন্ঠ সিক্ত করতে শরাব চাই
কোথায় গেল দেখছি না তো সাকির হদিস কোথায় পাই।
একটু পরে হাজির হল দেখেই আমার কাতর চোখ
ধরিয়ে দিলো সুরার গেলাস গলায় ঢেলে প্রাণ জুড়াই।