.                 একশো তেরো


পাঠিয়ে দিলে ভাঙা তরি নদীর বুকে ঢেউ প্রবল
ডুবে যাবে মাঝদরিয়ায় এ কী আমার কর্মফল!
  মিটিমিটি হাসছ শুনে দেখি তুমি ধরছো হাল
  দুরন্ত ঢেউ উধাও হল শান্ত হল সাগর জল।


                 একশো চোদ্দো


      তুমি ছাড়া নড়াচড়া যায় না করা একটুও
ঘুড়ির লাটাই তোমার হাতে তুমি সত্য, সব ভুয়ো।
নজর তোমার আকাশপানে মেঘ জমেছে পশ্চিমে
তাড়াতাড়ি গুটোও সুতো সকলের যে চাও সু-ও।


                   একশো পনেরো


তোমায় পাওয়া পরম পাওয়া এ জীবনে ঘটবে কী!
   ঘুমে কিংবা জাগরণে তোমার ছবি রোজ দেখি।
ছুঁতে চাইলে যায় না ছোঁয়া কোথায় তুমি যাও ভেসে
    কেন এমন ছলচাতুরি আমায় তুমি বলবে কি?


                      একশো ষোলো


      জানিস যদি প্রশ্ন কেন করিস কেন সন্দেহ
   পাখি যখন মিলবে ডানা রইবে পড়ে এই দেহ।
মৃত্যুকে ভয় কাফেরই পায় কাজের মধ্যে থাক ডূবে
দেখবি ভীতি পালিয়ে গেছে পড়বে ঝরে তাঁর স্নেহ।