.                    একশো সতের


   কী দিয়ে যে গড়ো মানুষ মালমশলা কী রকম!
  নাকি তুমি ইচ্ছে করেই বোধের গুঁড়ো দিচ্ছ কম।
মান আর হুশ দুটোই অভাব জড়াজড়ি দুই নিখোঁজ
  অসামাজিক অমানবিক কাজেই দেখি বেজায় দম।


                     একশো আঠার


সাকির মতো দরদি মন গোলোকধামে খুব বিরল
পারে না সে বাড়িয়ে দিতে প্রবল শীতে ঠান্ডা জল।
  জল না দিয়ে শরাব দেবে জানি আমি সুনিশ্চিত
  সাকির কথা ভাবলে আমার অশ্রু ঝরে অনর্গল।


                     একশো উনিশ


     মানবদেহ গড়ার জন্য অস্থি-রক্ত-মাংস চাই
    মানুষ হয়ে ওঠার জন্য সুগন্ধি ফুল চিত্তে নাই।
   সংবেদনশীল ভাবনাচিন্তা মনুষ্যত্ব জোগান দেয়
হুঁশ জাগলে মন রাঙাবে আশায় আশায় দিন কাটাই।


                    একশো কুড়ি


দিঘিতে মাছ ছেড়ে দিয়ে খোদার চলে নিরীক্ষণ
খেলছে নাকি খাচ্ছে গিলে চুনোপুঁটির প্রাণহরণ।
মহাত্মাদের বাণী থেকে নিতে হবে সারাৎসার
শান্তি তখন ফিরবে ধরায় যখন শুদ্ধ মানবমন।


             © অজিত কুমার কর