.                   একশো পঁচিশ


   বিচার বিবেচনার পরেই তালিকাতে মিলবে স্থান
কে কে উঠবে পারের খেয়ায় শোনার জন্য অধীর প্রাণ।
     তালিকাতে আছি না নেই উৎকণ্ঠা ভীষণ তাই
   যতক্ষণ না নামটা ডাকে হাসি উধাও মুখটি ম্লান।


                  একশো ছাব্বিশ


ঝড়-তুফানে বছর বছর কত কুসুম প্রাণ হারায়
করোনাসুর আরও ভয়াল মানুষ বড়ই অসহায়।
তেমন বেড়ার পায়নি হদিস যাতে ভাইরাস পিছপা হয়
মানুষ এখন দাঁড়িয়ে আছে গভীর খাদের কিনারায়।


                   একশো সাতাশ


ভাইয়ের হাতে রুদ্রবীণা দিদির হাতে মন্দিরা
একতারাটি আমার হাতে সাকি জোগায় মদিরা।
   তালবাদ্য চলছে বেজেই দিবসে ও রাত্রিতে
এপার-ওপার দুই বাংলায় লুটছে মজা কবিরা।


                   একশো আটাশ


   বাগিচাতে ফুল ফুটলেই প্রজাপতি খবর পায়
মধু খাবে মাখবে রেণু নেইতো কোনও অন্তরায়।
ও বঁধুয়া রাগ করো না আমায় একটু উড়তে দাও
তুমিই আমার মনময়ূরী শিঞ্জিনী ওই রাতুল পা'য়।