.                 একশো উনত্রিশ


  পাপপুণ্য দোসর ওরা জড়িয়ে থাকে এ ওর গা'য়
পাপের ভারে ন্যুব্জ আমি হালকা করার কী উপায়?
   তুমিই পারো করতে ক্ষমা হচ্ছে ভীষণ অনুতাপ
  অকপটে করছি স্বীকার চরণে স্থান দাও আমায়।


                 একশো ত্রিশ


খাঁচার আগল খুলে দিলে মনময়ূরী দেয় উড়াল
গুরুগম্ভীর মেঘমল্লার ডিগি তবলায় ধরছে তাল।
সাকির এখন ব্যস্ততা খুব সবার দিকে তাঁর নজর
রুদ্রবীণায় বেরোবে সুর শোনেনি কেউ কতকাল।


                  একশো একত্রিশ


  একাকী কী জমে আসর পাশে সাঙ্গোপাঙ্গ চাই
  ভাগ্য আমার সুপ্রসন্ন পাশে গায়ক হাতেমতাই।
  আমি কেবল ধরছি দুয়ার ওরাই মস্ত কলাকার
ইমনকল্যাণ রাগ বেহাগে পরম সুখে দিন কাটাই।


                    একশো বত্রিশ


বাতাসে কার বিলাপ শুনি কোথায় গেল আজ ভ্রমর
   মল্লিকা-জুঁই-হাসনুহানা এ তো ওদের কণ্ঠস্বর।
   কেন ওরা আজ এল না নিন্দাকে কী পেল ভয়!
ফুলের ব্যথা বুঝলো না হায় কেঁপে ওঠে ম্লান অধর।


                .