.                   একশো সাঁইত্রিশ


    সোহাগরাতে দুই হৃদয়ের চলে আত্মসমর্পণ
দিনের আলোয় ফুলের সাথে অলির চলে গুঞ্জরন।
   পরাগমিলন ঘটে তখন সঞ্চারিত নতুন প্রাণ
ও প্রিয়তি গেলে কোথায় বিফলে যায় মধুর ক্ষণ।


                 একশো আটত্রিশ


  অন্ধকারেও দেখাও দিশা তুমি মহান মেহেরবান
নিঃস্ব বলে তাই কি তুমি আমার ডাকে দাও না কান?
তুমিই পারো ভরিয়ে দিতে আমার কাঁধের এই ঝুলি
কী দোষ আমার বল কেন আমার প্রতি নেইকো টান।


                 একশো উনচল্লিশ


ও ফিরে যায় জালটা নিয়ে তবুও দৃষ্টি ওই দিকে
আড়াল হলেই অস্থিরতা ছবিটা কি হয় ফিকে?
আবার আসে বিকেলবেলা কলশি কাঁখে রঞ্জনা
পা পা করে এগোই তখন শাবাশ কংসাবতীকে।


                 একশো চল্লিশ


   আমি বরং খাঁচায় থাকি ম্যাকাও উড়ুক উদ্যানে
বাঁধতে ওকে চাই না আমি ভাসুক শূন্যে আশমানে।
লেজ দুলিয়ে ঘাড় বাঁকিয়ে শোনায় যখন আমায় গান
    বলি ওকে বসতে পারো ইচ্ছা হলে এইখানে।
                   .              
                 © অজিত কুমার কর