.                একশো উনপঞ্চাশ


  গৃহে থাকা বোধহয় শ্রেয় কে জোগাবে সদুত্তর
কেবল তুমিই আস্থাভাজন পাশে আছো নিরন্তর।
সীমিত এই বুদ্ধি দিয়ে করবো আমি কার বিচার
   তোমার কৃপাধন্য আমি শুদ্ধ রেখে এ অন্তর।


                  একশো পঞ্চাশ


      অমাবস্যা পূর্ণিমাতে হৃদনদীতে প্রবল টান
মরা গাঙে ভরা জোয়ার উথালপাথাল আমার প্রাণ।
    সমস্ত ক্লেদ ধুয়ে মুছে স্বচ্ছ তখন নদীর স্রোত
পাল তুলে যায় বোঝাই তরি কন্ঠে ভাটিয়ালি গান।


                   একশো একান্ন


মন সেতারের সাতটা তারে অবলীলায় পড়ল টান
অবশ আঙুল করতে সচল তুমিই তাতে জোগাও প্রাণ।
     বেজেই চলে রাগরাগিনী আশাবরী বাগেশ্রী
  সুরের গায়ে কথা লাগাও সৃষ্টি করো নতুন গান।


                   একশো বাহান্ন


কাজের মধ্যে ডুবে থাকি জেগে থাকলে ওই ভজন
শোবার সময় তোমায় ডাকি ক্লান্ত তখন শরীর-মন।
মন্দিরে নেই মসজিদে নেই তবে কোথায় অধিষ্ঠান
    জলে-স্থলে-অন্তরীক্ষে তোমার অবাধ বিচরণ।                          


                 © অজিত কুমার কর