. .           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪০  
          
                     ্যএকশো সাতান্ন


  না না না আর কেউ নয় প্রভুর মতো হৃদয়বান
তাঁর নিকটে সবাই আপন সবার প্রতি সমান টান।
অনাথ আতুর বাদ পড়ে না ক্ষুন্নিবৃত্তি করেন তাঁর
বুঝিয়ে দিলেন আপনারাও মুক্তহস্তে করুন দান।


                     একশো আটান্ন


তুমি যা দাও তাই খেয়ে নিই তাতেই আমি তৃপ্ত হই
ভুল করে চুন দিলে যেদিন লাগল যেমন মিষ্টি দই।
ভুলের মাশুল দিতে গিয়ে লাগিয়ে দিলে ওষ্ঠে ঠোঁট
নলেন গুড়ের চেয়েও মিঠা তোমার পানে তাকিয়ে রই।


                     একশো উনষাট


তিন চুমুকেই গেলাস খালি দাও ভরে দাও, দাও সাকি
দ্রাক্ষারসের ঘাটতি তো নেই তবে কেন দাও ফাঁকি?
গলা আমার শুকিয়ে গেছে ভেজাতে চাই ওই শরাব
    ইচ্ছে হলে পরখ কর মেলবে ডানা মনপাখি।


                      একশো ষাট


তোমার চোখে চোখ রেখেছি পড়ল ঝরে গভীর শ্বাস
   নষ্ট হতে দিয়ো না সই এখন তো নয় চৈত্র মাস।
এক পেয়ালায় চুমুক দিতে চাইছে না কী তোমার মন?
'  উঠবে তুফান', কে দিয়েছে এমনতরো পূর্বাভাস?


                   © অজিত কুমার কর