.                     একশো একষট্টি


     মরীচিকার ছলনাতে এই কপালে জুটল দুখ
কলমিলতার নরম ডগায় বাঁধতে চাইছি আমার বুক।
   ওটুক দিতেও অসম্মত মরণ ছাড়া নেইকো পথ
সত্যি আমার ভাগ্য খারাপ ইহকালে নেইকো সুখ।


                     একশো বাষট্টি


তোমার হাতে গড়া এ মন সইতে পারে সব ব্যথা
     চুপটি করে থাকি আমি অজ্ঞাত নয় সে কথা।
তোমার বসত এই হৃদয়ে এর বেশি আর চাইবো কী
    সবকিছুতেই শেখার আছে সাফল্য বা ব্যর্থতা।


                   একশো তেষট্টি


    কতরকম ফন্দিফিকির মন জোগাতে ব্যস্ত রই
  সাকির মনের হদিস পেতে অষ্টপ্রহর নাকাল হই।
  কখনও বেশ খোশমেজাজে কখনও বা বেগড়বাই
আঘাত দিলেও নেই প্রতিবাদ ভুলের জন্য ধমক খাই।


                  একশো চৌষট্টি


  ঝাঁটার বাড়ি খেয়ে খেয়ে পিঠ-হাত-পা সব অসাড়
আমার ভাবনা সাকির জন্য দুহাত দিয়ে দেবোই গার্ড।
মাতাল নাম তো রটেই গেছে কেন যে খাই বুঝল না
বউকে বলি আর মেরো না দু'একটা দিন দাওনা ছাড়।


                © অজিত কুমার কর