.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪২


                   একশো পঁয়ষট্টি


   বিরাজ কর হৃদকমলে আছে আমার সে বিশ্বাস
মিনতি এই সঙ্গ দিয়ো আমি তোমার দাসের দাস।
   অল্প চাওয়া পরম পাওয়া আমি ক্ষুদ্র অকিঞ্চন
তুমি পাশে আছো বলেই শিউলি ছড়ায় রোজ সুবাস।


                   একশো ছেষট্টি


জপ করি না তপ করি না তামিল করি সব হুকুম
মাঝেমাঝে কানে আসে কার নূপুরের রুমুরঝুম।
চমকে উঠি বাজছে কোথায় দূরে নাকি প্রাঙ্গণে ?
গভীর রাতে স্বপ্ন দেখে যখন ভাঙে আমার ঘুম।


                  একশো সাতষট্টি


ভুল হলে মাফ করে দিয়ো তোমার কাছে প্রার্থনা
বুঝতে পারলে করব কবুল কৃপাভিক্ষা এক কণা।
   সূর্য ওঠে আমিও উঠি রাত্রিতে ফের নিদ্রা যাই
সারাটাদিন হাজারো কাজ চলতে থাকে জল্পনা।


                     একশো আটষট্টি


   অলসভাবে রইলে বসে ভাঙবে কবে কারার দ্বার
  এগিয়ে গেলেই সঙ্গী পাবে দুরূহ কাজ নয় একার।
থেমে গেলে ভাঙবে কেন আঘাতের পর ফের আঘাত
     হুড়মুড়িয়ে পড়বে ধসে মুক্ত তখন কারাগার।


                 © অজিত কুমার কর