.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৩


                    একশো ঊনসত্তর


   চমৎকৃত হচ্ছি দেখে মনমুকুরে তোমার রূপ
   প্রস্ফুটিত ফুলের হাসি প্রজাপতি-ভ্রমর চুপ।
  মাটিতে আর পা পড়ে না ভাসছি যেন বাতাসে
মধুর গন্ধে ভরল হৃদয় জ্বালিনি তো কোথাও ধূপ।


                    একশো সত্তর


শক্তি জোগাও যেন আমি বইতে পারি ওই কেতন
তোমার দোয়ায় সিক্ত করো তুমি সত্য চিরন্তন।
করস্পর্শ পেলেই হবে সকল কিছুই জ্যোতিস্মান
    চেষ্টা আমি চালিয়ে যাব নিষ্ঠাভরে আজীবন।


                 একশো একাত্তর


আমার মতো অনেক মানুষ খরচ করে ছাপায় বই
বিলিয়ে দিলেও গ্রহীতাদের প্রতিক্রিয়া পাচ্ছি কই।
    গচ্চা গেল প্রচুর টাকা পরিশ্রমও হয়নি কম
স্তূপীকৃত কয়েকশো বই বলবো কারে নীরব রই।


                     একশো বাহাত্তর


   ক্ষণে ক্ষণে রূপ বদলাও চেনা মোটেও সহজ নয়
গুলিয়ে ফেলি সামনে ও কে নেই তো জানা পরিচয়।
   একটি চিহ্ন বুঝিয়ে দিল সাথেসাথেই প্রণিপাত
   ঘটে গেলো এক মুহূর্তে মন ও চোখের সমন্বয়।


                 © অজিত কুমার কর