.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৪
      
                   একশো তিয়াত্তর


প্রভুই বলেন থামিস না তুই অনলাইনেই লিখে যা
ভেবেচিন্তে প্রতিক্রিয়া বলুক তোকে লোক যে যা।
বাতলানো ওই পথেই হাঁটি প্রভুর লক্ষ্য সারাক্ষণ
  সদ্য আসা যশের জলে এখন আমার গা ভেজা।


                 একশো চুয়াত্তর


   চোরা স্রোতে হারিয়ে যাব এ ভয় জাগে সর্বদা
   তবুও গাঙে সাঁতার কাটি লক্ষ্য রাখে মোক্ষদা।
মোক্ষ যে দেয় মোক্ষদা সে আমার প্রতি গভীর টান
     বারেবারে হাতছানি দেয় কল্লোলিনী নর্মদা।


                 একশো পঁচাত্তর


উচ্চ মানের লেখা লিখেই করতে হবে চিত্ত জয়
      লেখা হবে বস্তুনিষ্ঠ সরস এবং ছন্দময়।
সমাজচিত্র আঁকতে হবে কবির কলম থামবে না
   কবি এবং তাঁর রচনা পৃথিবীতে অমর হয়।


                 একশো ছিয়াত্তর


মাঝদরিয়ায় আটকে দিলে যাচ্ছিল বেশ আমার না
    পাপক্ষালন হয়নি বুঝি করলে আমায় বঞ্চনা।
দাও তাহলে ডুবিয়ে দাও তোমার ইচ্ছা পূরণ হোক
   কপাল মন্দ সইতে হলো শেষযাত্রায় লাঞ্ছনা।


                 © অজিত কুমার কর