.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৫


                    একশো সাতাত্তর


কীসের নেশায় ছুটছে এমন অবিশ্রান্ত নারী নর
নিম্নরুচি গ্রাস করেছে মানুষ বড়ই স্বার্থপর।
দেখেও তুমি যাচ্ছ সয়ে গিলে ফেলছে অন্ধকার
     তলানিতে মনুষ্যত্ব নীরব কেন অধীশ্বর।


                 একশো আটাত্তর


কংসাবতীর তীরেই আমার পাতায় ছাওয়া আস্তানা
বসতে দেবো কীসে তোমায় পিড়িও  নেই একখানা।
আকাশে আজ চাঁদ ওঠেনি আমার কুটির অন্ধকার
জোনাকিরা হাত বাড়াল দেয় না আলো একটানা।


                   একশো উনাশি


হাতে তোমার মোহনবাঁশি ফুঁ দিলেই তো বেরোয় সুর
   তবে বাঁশি নীরব কেন তোলো তোলো সুর মধুর।
   শোনার জন্য অধীর আমি প্রতীক্ষা আর কতকাল
ফুরিয়ে এলো দিনের আলো আকাশ এখন মেঘমেদুর।


                     একশো আশি


একটি-দুটি ফুটছে তারা রাতের আকাশ পরিষ্কার
দীপের আলো নিষ্প্রভ বেশ কাটেনি তাই অন্ধকার।
আবছা আলোয় পড়ল চোখে অঙ্গনে আজ মূর্তিমান
  হাসি দেখেই বুঝতে পারি এসো এসো মুক্ত দ্বার।


                  © অজিত কুমার কর