.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৬
          
                   একশো একাশি


     অপকর্ম যাচ্ছে করে ভাবছে না এর পরিণাম
এই দেহটা মিশবে ধুলায় কানাকড়িও নেইকো দাম।
   সামনে ওকে দেখতে পেলে পথচারির বন্ধ চোখ
   ভয়ে সবাই আঁৎকে ওঠে এমনতরো ওর সুনাম!


                     একশো বিরাশি


   কেতনখানি ধরিয়ে দিলে শক্তি দিয়ো বহিবার
   সবার উচ্চে রাখার জন্য চেষ্টা করব অনিবার।
আমায় তুমি ভার দিয়েছ এমন সুযোগ ক'জন পায়
  নিত্য তোমায় স্মরণ করি মান্য করি সব আচার।


                    একশো তিরাশি


রাত্রি গভীর কোথায় যাবে শয্যা বাঁশের মাচাতে
কষ্ট দিলাম মার্জনা চাই পেরেছি তো আটকাতে।
পাতার উপর আমার শয়ন এতেই বন্ধ দরজা
দেখবো তুমি কী করে যাও না জানিয়ে প্রভাতে।


                    একশো চুরাশি


হাসলে দেখি ফুলকি ওড়ে গলায় ওটা কীসের হার?
এত মানিক পেলে কোথায় লাগছে দারুণ, চমৎকার!
     মলের শব্দ বড়ই মধুর শুনতে থাকি সারাক্ষণ
ধামসা-মাদল দুটোই বাজে বাজাচ্ছে কে সুরবাহার?


                 © অজিত কুমার কর