.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৭


                   একশো পঁচাশি


তোমার বাঁশি আমার কাছে ফুঁ না দিলেও বেরোয় সুর
  আড়াল থেকে লুটছ মজা কাছে নাকি অনেক দূর।
   বাজাই আমি মাটির হাঁড়ি ঘাড়টা শুরু পেটমোটা
সুরার গেলাস রয় না খালি তুমিই ভরে দাও গোফুর।


                    একশো ছিয়াশি


পারিজাতে ফুল ফুটেছে মন্দাকিনী জোগায় জল
    কাচের মত স্বচ্ছ ধারা তীরে সবুজ বনাঞ্চল।
ওখানে তো জায়গা অনেক আমি যেন একটু পাই
ওই বাগানের আশেপাশে পাতা আছে মা'র আঁচল।


                     একশো সাতাশি


তোমার হাতেই জিয়নকাঠি স্পর্শে ফিরে যায় চেতন
ঘুমিয়ে গেলে জাগিয়ে বল, 'কাজে এবার দাও গে মন।
ঘুমের অঢেল সময় পাবে হারিয়ো না এই সুযোগ
  ছুটির ঘন্টা বেজে গেলে তখন বৃথা আস্ফালন।'


                     একশো অষ্টআশি


কী সুরে যে বাজাও বাঁশি ঘুম ভেঙে যায় তৎক্ষণাৎ
   ভৈরবী না আশাবরী তখন গভীর আঁধার রাত।
এবার শুরু খোঁজার পালা কোথা থেকে আসছে সুর
দুয়ার খুলে বাইরে বেরোই এদিক-ওদিক দৃষ্টিপাত।


                © অজিত কুমার কর