.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৪৯


                একশো তিরানব্বই


বাগিচার ফুল আরও রঙিন তুমি এলেই প্রাঙ্গণে
গন্ধ ছড়ায় হৃদয় ভরায় প্লাবন আনে এই মনে।
  অবস্থিতি সব কাননে, অধিক সময় অপ্রকট
পাবো নাকি স্পর্শ তোমার ক্ষণস্থায়ী জীবনে।


                 একশো চুরানব্বই    


তোমার প্রেমের ঝরনাধারায় আমার অবগাহন স্নান
   তরতাজা ভাব দেহ-মনে এতদিন যা ছিল ম্লান।
    সাকি তুমি মহানুভব তোমার কৃপার অন্ত নাই
   যেন অটুট থাকে প্রভু আমার প্রতি তোমার টান।


                   একশো পঁচানব্বই


   সুরভিত রুবাই-বাতাস সাথে পাখির মিষ্টি গান
  প্রাতঃকালে ভরিয়ে দিল আমার শূন্য হৃদয় প্রাণ।
  মেঘবালিকা ভিজিয়ে দিল আমার শুষ্ক মন-আঁচল
করছি স্বীকার যা যা পেলাম সমস্তটাই সাকির দান।


                    একশো ছিয়ানব্বই


   কেউ শরাবের নিন্দা করে কেউ বা বলে অমৃত
   সঞ্জীবনী শক্তি জোগায় ব্যথার ভারে যে মৃত।
মাতলামি যেই করে লোকে তখন বলে মদ খারাপ
      বিশ্বজুড়ে দ্রাক্ষারসের অজস্র গুণ স্বীকৃত।


                © অজিত কুমার কর