.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৫৩


                       দুশো নয়


শ্যামাঙ্গিনীর ভ্রুকুটিতে আকাশ মেঘে যায় ছেয়ে
প্রেমের পরশ বৃষ্টিধারায় ধন্য আমি ডাক পেয়ে।
বৃষ্টিভেজার আনন্দ-সুখ পেয়ে গেলাম জ্যৈষ্ঠতে
অনন্য এক অনুভূতি চাই না ভালো এর চেয়ে।


                     দুশো দশ


ক'দিন পরে যুদ্ধ শুরু নিয়মমাফিক চলেছে কাজ
রণডঙ্কা উঠবে বেজে গোছাচ্ছে তাই যুদ্ধসাজ।
  প্রস্ফুটিত হৃদয়কমল করবে শুরু প্রলয়-নাচ
মনবিহঙ্গ ঝটরপটর ওড়ার ভাবনা স্থগিত আজ।


                     দুশো এগারো


শরাব যদি জ্ঞানের প্রতীক আকণ্ঠ খাই তবুও ফেল!
জবাব তোমায় দিতেই হবে সবাই বলে বেয়াক্কেল।
জ্ঞানের গুঁড়ো দাও-না বোধ হয় জাগে প্রবল সন্দেহ
  সাকি তুমি নিরব কেন এই অধমের জীবন হেল।


                    দুশো বারো


রক্ত দিয়ে রাঙিয়ে দিলাম মনোদ্যানের শ্বেত গোলাপ
  দৃষ্টিনন্দন রূপটি দেখে কমলো খানিক মনস্তাপ।
   বসে আছি তাঁর প্রতীক্ষায় এলেই আত্মসমর্পণ
বিদায় নিলেও দেখতে পাবো কমলকলি পায়ের ছাপ।


                    © অজিত কুমার কর