.            রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৫৫
          
                    দুশো সতেরো


   মুক্তির স্বাদ পেয়ে গেছে শিকল-ভাঙা এই পাখি
   চাইবে আবার বন্দিজীবন তা কখনও হয় নাকি!
  তোমার সঙ্গ ছাড়বো না আর করছি দৃঢ় অঙ্গীকার
তোমার ছত্রছায়ায় রেখো আর তো ক'টা দিন বাকি।


                     দুশো আঠারো


আমার হাতেই পড়লে ধরা তক্কে তক্কে ছিলাম তাই
ভর্তি বোতল হচ্ছে খালি আড়াল থেকে দেখতে পাই।
তুমি মাতাল আমিও মাতাল দুই মাতালের সখ্যতা
     মিত্র ছাড়া অন্ধ আমি সারা জীবন সঙ্গ চাই।


                        দুশো উনিশ


    সৌদামিনীর ধমক খেয়ে ধরাশায়ী তিরিশ প্রাণ
  অপরাধ এই, করছিল কাজ মানুষের সম্পদে টান।
       বিষাদে মন ভরিয়ে দিল মুহুর্মুহু বজ্রপাত
ঘরের ভিতর শিউরে উঠি কালা হবার জোগাড় কান।


                         দুশো কুড়ি


  জলের কুঁজো রইলে খাড়া গেলাস কী আর পূর্ণ হয়
বোধিজ্ঞানের বীজ বুনে দাও আমার বেলা নেই সময়!
       বপন করে সেচ না দিলে অঙ্কুরে সব বিনষ্ট
   একটু সদয় হলেই পার যা তোমার অসাধ্য নয়।


                 © অজিত কুমার কর