.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৫৬


                      দুশো একুশ


  তোমার বিদ্যাপীঠেই কেবল গানবাজনার চর্চা হয়
      আমার মতো গন্ডমূর্খ হেঁড়ে গলার জন্য নয়।
    শুনে শুনে কয়েকটা সুর ভাঁজি বসে গাছতলায়
গাছের পাখি কিচিরমিচির পেলো নাকি আমায় ভয়?


                      দুশো বাইশ


দাও খুলে দাও রুদ্ধ দুয়ার করছো না তো কর্ণপাত
   কখন থেকে দরজাতে বারে বারে পড়ছে হাত।
       তুমি গুরু শিষ্য আমি পূর্ণ করো প্রার্থনা
জ্ঞানার্জনের ইচ্ছা প্রবল কপোল বেয়ে অশ্রুপাত।


                     দুশো তেইশ


   মনোযোগী ছাত্র আমি তৈরি করি দিলেই পাঠ
বোঝার অসুবিধা হলেই জানাই তোমায় পত্রপাঠ।
এই যে লিখছি দু'চার লাইন করছো তুমি মূল্যায়ন
   এবার বল হচ্ছে কেমন স্বর্গমর্ত্যের হে সম্রাট।


                      দুশো চব্বিশ

আমি ছাড়া সকলে পর' এই ভাবনার হোক বিনাশ
  বৈষম্যের বীজ ছড়িয়ে যেন না কেউ করে চাষ।
   যার পরশে জন্ম জীবের তিনিই সর্বশক্তিমান
  তিনিও চান না ধরণিতে ঘটুক কারও সর্বনাশ।


                  © অজিত কুমার কর