.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৫৮


                      দুশো উনত্রিশ


দাও যদি ভাই একটা সুযোগ মিলবে তবে আস্তানা
মেঝেটা তো চকচকে বেশ পাতবো পাতার বিছানা।
  দেখব চেয়ে ফুলের শোভা সবুজ পাতার চকমকি
  আর কিছু চাইছি না আমি চেয়ো নাকো নজরানা।


                       দুশো ত্রিশ


    একা খেতে ভাল্লাগে না এলে সবাই মিলে খাই
বসার আসন রাখব পেতে পাঁচটা আছে আর কী চাই?
   হারিয়ে যাব কয়েকটা দিন যদি তুমি সঙ্গ দাও
  দীর্ঘদিনের বন্দিজীবন মন বলে পালাই পালাই।


                   দুশো একত্রিশ


  কৃপা ভিক্ষা চাইছি সবাই শরীরচর্চা করছি কি?
সবখানে তাঁর অবস্থিতি খাচ্ছি আমরা রোজ কী কী!
    দূরীভূত হবেই হবে সংক্রমিত হবার ভয়
স্বাস্থ্যবিধি পালন করতে যদি আমরা ঠিক শিখি।


                      দুশো বত্রিশ


     অনুতাপে দগ্ধ হলে পরম প্রভুর পাই ক্ষমা
  শুধরে নিতে করব না ভুল চাইতে পারে তর্জমা।
কত ভাইরাস উড়ছে হাওয়ায় শানায় ওরা আক্রমণ
     পরিচ্ছন্ন নয় পরিবেশ রাস্তাঘাটে জল জমা।


                  © অজিত কুমার কর