.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৬০


                    দুশো সাঁইত্রিশ


      ঘরে ঘরে বিষণ্ণতা সংক্রমিত আপনজন
অতিমারী গ্রাস করেছে কবে রোগের নিষ্ক্রমণ?
   জনগণও নয় সচেতন মানবজাতির দুঃসময়
গা-ছাড়া ভাব' সবকিছুতে নিস্পৃহতা এর কারণ।


                    দুশো আটত্রিশ


  কে না জানে, জানে সবাই তবুও মানুষ নির্বিকার
     দেহঘড়ি বন্ধ হলে সচল করা যায় না আর।
লাগামবিহীন জীবনযাপন মানতে চায় না এই ঘড়ি
সাকির কথা শোনে না কেউ অগত্যা তাই বহিষ্কার।


                      দুশো উনচল্লিশ


      দম দিয়েছ জন্মলগ্নে আজও ঘড়ি চলছে ঠিক
  লক্ষ্য রাখার ভার দিয়েছ ছুটছে গাড়ি কু-ঝিকঝিক।
তাপ নিরোধক জল নিরোধক কোনোটাই নয় এই ঘড়ি
  সবই তোমার কৃপায় সাকি আমার প্রতি আন্তরিক।


                      দুশো চল্লিশ


খাচ্ছিদাচ্ছি রোজ ঘুমাচ্ছি শুধুই যাপন নয় বাঁচা
   স্বপ্ন যদি না দেখি তো সারাজীবন পরগাছা।
বাঁচা-মরায় প্রভেদ কোথায় এমন বাঁচা অর্থহীন
বিশ্বকে জয় করতে হলে ভাঙতে হবে এই খাঁচা।


                © অজিত কুমার কর