.         রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৬৩


                  দুশো উনপঞ্চাশ


ফোন না করে চিঠি লিখো তাতেই বেশি আনন্দ
   আতর দিয়ে ভরবে খামে তবেই পাব সুগন্ধ।
   পড়ব চিঠি বারেবারে ধরব চেপে বুকের 'পর
প্রেমের পরাগ মাখবো গায়ে বইবে বাতাস সুমন্দ।


                   দুশো পঞ্চাশ          


    স্রষ্টার কাজ সৃষ্টি করা তার ভিতরে দিলেন প্রাণ
বাকি যা কাজ করুক মানব বজায় রাখুক সাকির মান।
   ভুলেই গেল তাঁর অবদান অবলুপ্ত মান আর হুঁশ
  অসৎ কাজে লিপ্ত মানুষ মিলছে না তাই পরিত্রাণ।


                  দুশো একান্ন


ওগো আঁধার ক্লান্ত আমি তোমার কোলে দাও-না ঠাঁই
দিন ফুরোলেই কেবল আমি আপন করে তোমায় পাই।
   নিরব নিশীথ নিদ্রামগ্ন জাগবো আমি হলেই ভোর
এত আদর করবে কে আর চাই গো আমি এমনটাই।


                  দুশো বাহান্ন


তলিয়ে যাচ্ছি চোরাস্রোতে করবে আমায় কেউ উদ্ধার
তুমিই আমার অবলম্বন আসবে না কেউ এগিয়ে আর।
  এমন দশা হবে জানলে দিতাম না পা এই ফাঁদে
    অক্টোপাশের শক্ত বাঁধন যন্ত্রণাময় এ সংসার।


                  © অজিত কুমার কর